এখন থেকে প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে সকল শ্রেণীর বেতন পরিশোধ করতে হবে। অন্যথায় মাসিক ২০ টাকা হরে জরিমানা প্রতি মাসের বেতনের সাথে পরিশোধ করার নির্দেশ প্রদান করা হলো।পর পর ৩ মাস বেতন বকেয়া থাকলে হাজিরা বই হতে নাম কর্তন হবে এবঙ প্রতিষ্ঠান প্রধানের অনুমতি সাপেক্ষে বেতনের সাথে ৩০০ টাকা বিলম্ব ফি পরিশোধ করে হাজিরা বইয়ে নাম তুলতে হবে। বেতন বই সঙরক্ষন করতে হবে।
প্রধান শিক্ষক/ র্কতৃপক্ষ