প্রিয় শিক্ষার্থী, আশা করি করোনা মহামরীতে তোমরা বাসায় নিরাপদে আছ।সরকারী নির্দেশে স্কুল বন্ধ। শিক্ষা কার্যক্রম ব্যহত হচ্ছে। শিক্ষা কার্যক্রমকে গতিশীল রাখতে বিদ্যালয় হতে প্রতিটি ক্লাসের পৃথক WhatsApp গ্রুপ খোলা হয়েছে। যাদের নাম্বারWhatsApp এ পেয়েছি তাদেরকে গ্রুপে সংযুক্ত করা হয়েছে। যাদের নাম্বারে WhatsApp নাই তারা নাম, রোলসহ শ্রেণীশিক্ষকের নাম্বারেWhatsApp এর মাধ্যমে Message দিয়ে গ্রুপে তোমার অবস্থান নিশ্চিত করবে।
প্রধান শিক্ষক
(প্র.শি.পিডিবি উ.বি.)